বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্ণিয়ার বিজয় দিবস উদযাপন ২০১২ (Victory Day Celebration, 2012)
ডিসেম্বর 23, 2012 এখানে আপনার মন্তব্য রেখে যান
(Victory Day Celebration, 2012)
উদযাপন করে। স্থানীয় স্টার অব ইন্ডিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের ৪১তম বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান পাটেল, বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাইন দারা বিল্লাহ, ইংলিশ চ্যানেল বিজয়ী সাতারু স্বাধীনতা দিবস পদক প্রাপ্ত মোশারফ হোসেন ও মুক্তিযোদ্ধা ডাঃ রেনু কনা বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্ণিয়ার প্রেসিডেন্ট শফিকুর রহমান। বক্তব্য রাখেন মোস্তাইন দারা বিল্লাহ, সাঈদুর রহমান পাটেল, শফিকুর রহমান, মোশারফ হোসেন, মোঃ আনিসুর রহমান, টি জাহান কাজল, মোবারক হোসেন বাবলু, জহির আহমেদ, লেঃ (অবঃ) জিয়া, ইমতিয়াজ হাসান সোহেল, সৈয়দ মুরাদ আলী, খন্দকার আহমেদ ইমু, ফজলুর রহমান, জাহাঙ্গীর আলম, শওকত আহমেদ চৌধুরী প্রমুখ।
ভিডিও কাভারেজঃ
বিজয় দিবস উদযাপন ২০১২ Bangladesh Awami League CA 1
একাত্তরের ঘাতকদের বিচার সম্পন্ন করে সামনের বছর চিহ্নিত রাজাকারমুক্ত বাংলাদেশে পরিপূর্ণ বিজয় দিবস উদযাপনের জন্যে চলমান বিচারের সপক্ষে আন্তর্জাতিক জনমত সুসংহত করার প্রতয়ে লস এঞ্জেলেসে ৪২তম বিজয় দিবস উদযাপিত হলো।
বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্ণিয়ার বিজয় দিবস অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র আলোকচিত্র প্রদর্শনী, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও স্মৃতিচারণ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্ণিয়ার সাধারন সম্পাদক ডাঃ রবি আলম।
ভিডিও কাভারেজঃ
বিজয় দিবস উদযাপন ২০১২ Bangladesh Awami League CA 2
ভিডিও কাভারেজঃ
Muktijuddhader Bijoy-Gatha 2 – Saidur Rahman Patel & Others
অনুষ্ঠানে স্থানীয় প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন এম কে জামান, মিজানুর রহমান শাহীন, ফরিদ ইউ আহমেদ, ডাঃ নাসির আহমেদ অপু, এম হোসেন বাবু, মোঃ দিদার আহমেদ, মনিকা আহমেদ, মিঠু বড়ুয়া, আতিক রহমান, মিসেস সাঈদুর রহমান, মিঞা আব্দুর রব, মোঃ শামীম হোসেন, মোদাসসের হাসান মুহিত, মিসেস নিলা মোশারফ, খাজা এরশাদ মইনুদ্দীন পপসি, মাহবুব মোর্শেদ জুনায়েদ, জাহান হাসান ও আরো অনেকে।
ভিডিও কাভারেজঃ
Muktijuddhader apon kahini – Dr. Renukona Barua & Pic Story
‘বঙ্গবন্ধুকে যুদ্ধাপরাধের আসামি করার সক্রিয় পরিকল্পনা’ শিরোনামে সাপ্তাহিক ঠিকানা পত্রিকায় প্রকাশিত খবরের প্রতিবাদে স্টার অব ইন্ডিয়া রেস্টুরেন্টের পার্কিলটে পত্রিকা পোড়ানো হয়।
ভিডিও কাভারেজঃ
Thikana Burning in Los Angeles, Bijoy Dibosh 2012 by AL CA Chapter
Bijoy Dibosh 2012 by AL California (152 photos)
৪১তম মহান বিজয় দিবস উদযাপনঃ আয়োজনে – ক্যালিফোর্ণিয়া ষ্টেট আওয়ামী লীগ — at Star of India Tandoori Restaurant.
http://www.facebook.com/media/set/?set=a.10151282630466897.493794.826936896&type=1&l=745fad4556